Views Bangladesh Logo

সংবিধান সংশোধনে উচ্চ কক্ষের এখতিয়ার চায় না বিএনপি: সালাহউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় ঐকমত্য গঠনের আলোচনায় বিএনপি স্পষ্ট করেছে, সংবিধান সংশোধনের এখতিয়ার সংসদের উচ্চকক্ষে নয়, কেবলমাত্র সরাসরি নির্বাচিত নিম্নকক্ষের কাছেই থাকা উচিত। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের এখতিয়ার অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত কারও হাতে দেওয়া গণতান্ত্রিক চেতনাবিরোধী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ২৩তম দিনের সংলাপের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, উচ্চকক্ষ কেবল আইন পর্যালোচনা ও সুপারিশ করতে পারবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকবে নিম্নকক্ষের হাতে। বিএনপি উচ্চকক্ষের মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়টি ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের অনুপাতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব এসেছে। সংবিধান সংশোধনে উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন হবে। তবে এ প্রস্তাবে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

নারী সংসদ সদস্যদের পরোক্ষভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তারা সংবিধান সংশোধনীতে অংশ নেন—এ প্রশ্নে সালাহউদ্দিন বলেন, তারা সংসদেরই অংশ। তবে উচ্চকক্ষ আলাদা একটি কক্ষ হিসেবে থাকবে; সেখানে কোনো আইন পাস না হয়ে শুধু পর্যালোচনা ও সুপারিশ হবে।

তিনি আরও বলেন, কিছু পক্ষ সংবিধান সংশোধনকে জটিল করতে পিআর পদ্ধতিতে অনির্বাচিতদের নিয়ে উচ্চকক্ষে ক্ষমতা কেন্দ্রীভূত করতে চাইছে। এটি গণতন্ত্রের পরিপন্থী।

জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার বিষয়ে সালাহউদ্দিন বলেন, বিএনপি মনে করে, জনগণের সার্বভৌম অভিপ্রায় আইনের চেয়েও বড়। এই অভিপ্রায়ই হচ্ছে ‘লেজিটিমেট এক্সপেকটেশন’। কমিশনের খসড়ায় বিএনপি কিছু ভাষাগত সংশোধন দিয়েছে। তবে সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দুই বছরের সময়সীমায় আমরা একমত। এ ঘোষণাপত্র সংবিধানের চতুর্থ তফশিলে যুক্ত করার অঙ্গীকারও করেছি।

সংসদের ৭০ অনুচ্ছেদ সংশোধন প্রসঙ্গে বিএনপির এ নেতা জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা যেন দলীয় চাপে না থাকেন, সে জন্য গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে—এই প্রস্তাব গৃহীত হয়েছে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হলে উভয় কক্ষের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবেও বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন আহমেদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ