Views Bangladesh Logo

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করবে বিএনপি: আমীর খসরু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ দিতে একটি কমিশন গঠন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৩ আগস্ট) ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতা এবং বর্তমান অবস্থা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আমীর খসরু অভিযোগ করেন, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার দেশে সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। অনেক সাংবাদিক বাধ্য হয়ে বিদেশে চলে গেছেন, কেউ কেউ আবার পেশা পরিবর্তন করেছেন। তিনি জানান, নিজেও কয়েকজন সাংবাদিককে বিদেশে যেতে সহযোগিতা করেছেন, কারণ দেশে তারা কাজ চালিয়ে যেতে পারেননি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সংসদের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে যেমন অকার্যকর করা হয়েছে, তেমনি সাংবাদিকদের স্বাধীনতাও ধ্বংস করা হয়েছে। ম্যানেজমেন্ট ও সাংবাদিকদের মধ্যকার সীমারেখা ভেঙে দিয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আমীর খসরু আরও বলেন, শেখ হাসিনার পতনের পর দেশের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কোনো রাজনৈতিক দল যদি এই পরিবর্তনকে উপলব্ধি করতে না পারে, তবে তাদের রাজনীতিতে ভবিষ্যৎ নেই।

তিনি জোর দিয়ে বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতি ও গণমাধ্যমকেও গণতান্ত্রিক ধারায় আনতে হবে। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তবে গণতন্ত্র কার্যকর হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ