Views Bangladesh Logo

বগুড়ায় ক্রীড়া উৎসবের মাধ্যমে সম্প্রীতির ডাক

ম্প্রীতি ও সামাজিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া উৎসব। এই আয়োজনের ভেতর দিয়ে উঠে এসেছে সাম্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য গল্প।

উপজেলা বিএনপির উদ্যোগে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন সনাতনী ফুটবল টুর্নামেন্ট। এটি শুধু একটি খেলার আয়োজনই নয়, সাংস্কৃতিক ও সামাজিক পুনর্মিলনের ক্ষেত্র। যেখানে প্রাধান্য পেয়েছে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা-এমনটাই জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

উপজেলার ৯টি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে গঠিত হয়েছে ৮টি দল। এর মধ্যে খোট্টাপাড়া ও চোপিনগর ইউনিয়ন একত্রিত হয়ে গঠন করেছে একটি দল, আর বাকি সাতটি ইউনিয়ন প্রতিনিধিত্ব করছে পৃথক সাতটি দল নিয়ে।

শুক্রবার (১৭ অক্টোবর) টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উপজেলার মাদলা এলাকার সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে। ফুটবল মাঠে যেমন চলে কৌশল ও প্রতিযোগিতা, তেমনি সেদিন মাঠের বাইরে ফুটে উঠেছিল সৌহার্দ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চোপিনগর-খোট্টাপাড়া বনাম মাদলা ইউনিয়নের দল। এখানে কোনো দলের বা টিমের জয়-পরাজয় কোনো বিষয় নয়। এই আয়োজনে সত্যিকারের জয়ী দর্শক, আয়োজক কমিটি এবং সামাজিক বার্তার। যা মাঠে খেলার চেয়েও বড়। বিএনপির ব্যানারে এই আয়োজনের মূল কথা ছিল সামাজিক সংহতির ডাক।

জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন, এই ধরনের টুর্নামেন্টের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের মনে মানবিকতার আলো জ্বালানো। খেলার মাধ্যমে গড়ে ওঠে এক আত্মিক বন্ধন, সেইসাথে দূর হয় সামাজিক বৈষম্য। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলার আয়োজনই নয়, এটি এক সামাজিক আন্দোলনও। সামাজিক বৈষম্য দূর করতে এ ধরণের উদ্যোগ বড় ভূমিকা রাখে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ