গুম-খুন-নির্যাতনের পরও বিএনপি সুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান
গুম, খুন ও নির্যাতনের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন থাকা কর্মীদের কোনো দলকে ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে দমন করা যায় না।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে তাকে দেশ, পরিবার ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। তবে দূর থেকেও তিনি যতটুকু সম্ভব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকেছেন এবং স্বজনহারা মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সীমাবদ্ধতা সত্ত্বেও বিএনপি সবসময় নিপীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলার বোঝা প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। দিনের পর দিন ঘরছাড়া থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে তাদের।
তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনো উত্তাল, কখনো স্থিমিত হলেও বিএনপির কর্মীরা কখনোই অন্যায়ের সঙ্গে আপস করেনি। গুম-খুনের শিকার পরিবারের প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের বিশেষ দায়িত্ব থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকার পরও বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে নিয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শহীদদের স্মরণে সরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগ ভুলে না যায়।
অনুষ্ঠানে উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি কর্মসূচি স্থগিত করেছিল। তবে সেটিকে দুর্বলতা নয়, ভদ্রতা হিসেবে দেখা উচিত। এরপরও নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে