Views Bangladesh Logo

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

গামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে।

রোববার (১৭ আগস্ট) বিকালে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে শুরু হয়।

বিএনপির নেতৃত্ব দিচ্ছেন স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঙ্গে আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জোবায়ের জাবিউল্লাহ।

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কথা বলার জন্য সময় চেয়েছি। আমাদের আবেদন মঞ্জুর হয়েছে এবং আমরা এখানে কমিশনের অগ্রগতি সম্পর্কে জানতে এসেছি।’

প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কমিশনকে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তারা ডিসেম্বরের প্রথমার্ধে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে তফসিল ঘোষণা করবে। এছাড়া ভোটের সময়সূচি ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ করে একটি ইলেক্টোরাল রোডম্যাপও প্রকাশ করার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ