Views Bangladesh Logo

বিএনপি সমমনা দলগুলোর সঙ্গে জোট করতে পারে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঘোষণা করেছেন, যুগপৎ আন্দোলনে জড়িত দলগুলোর সঙ্গে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছে দলটি। বিএনপি জুলাইয়ের গণআন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে কাজ করতে চায় জানিয়ে তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠনের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়া নিশ্চিতে আমাদের সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচন করতে চাই। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জোট ঘোষণা বা সিদ্ধান্ত হয়নি। তবে জোট গঠনের বিষয়টি আলোচনার বাইরে নয়’।

বিএনপির রাজনৈতিক অভিমুখ সম্পর্কে স্থায়ী কমিটির এই সদস্য জোর দিয়ে বলেন, ‘আমরা ডানপন্থি বা বামপন্থি নই, বিএনপি গণমানুষের দল, আমরা বাংলাদেশকেন্দ্রিক। আমরা মধ্যপন্থায় বিশ্বাস করি এবং জনগণের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ রাখছি। বিএনপি নিজেকে একটি গণদল হিসেবে দেখে এবং আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের রাজনীতিতে সহযোগিতার পরিবেশ তৈরি করতে চায়, যেন জাতীয় স্বার্থে সব দল ঐক্যবদ্ধ হতে পারে’।

ইসলামী দলগুলোর বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘তারা জনসংখ্যার একটি অংশের প্রতিনিধিত্ব করে এবং যে কোনো আইন কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হওয়া উচিত নয়’।

‘যদি ঐকমত্যের পরে আইন তৈরি করা হয়, তবে তা কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে। বিএনপি একটি প্রধান দল হিসেবে দায়িত্বের অংশ হিসেবে এই ঐকমত্যের দিকে কাজ করছে’- বলেন সালাহউদ্দিন।

জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার চিঠি পাঠানোকে ‘গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ও জাতি এই আনুষ্ঠানিক বার্তার জন্যই অপেক্ষা করছিল। প্রধান উপদেষ্টাও এই পদক্ষেপ নেয়ার আগে সরকারি সংস্কার ও বিচার ব্যবস্থায় দৃশ্যমান অগ্রগতি দেখার অপেক্ষায় ছিলেন। এখন বিএনপিও সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে গ্রহণ করবে দলটি’।

সালাহউদ্দিন বলেন, ‘আসন্ন রমজানের আগে নির্বাচন আয়োজনে জনসাধারণ ও রাজনৈতিক দাবি ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও লন্ডনের বৈঠকে আগাম নির্বাচনে একমত হয়েছিলেন’।

‘ওই বৈঠকের যৌথ ব্রিফিং নিশ্চিত করে, সংস্কার ও বিচারিক অগ্রগতি দৃশ্যমান হওয়া উচিত, যা এখন অর্জিত হয়েছে। সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে এবং জুলাই জাতীয় সনদের প্রস্তুতি চলছে’- বলেন তিনি।

নির্বাচন পরিচালনায় দ্রুত আইনকানুন প্রণয়ন হবে বলেও প্রত্যাশা করছেন তিনি। সালাহউদ্দিন বলেন, নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে।

তবে তিনি বলেন, ‘বর্তমানে পুলিশের স্ট্রাকচারের রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী। জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায়, সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে’।

বিএনপি পরবর্তীতে সরকারে এলে প্রধান উপদেষ্টার রাষ্ট্র পরিচালনার ধারণাকে প্রতিফলন করবে বলেও জানান সালাহউদ্দিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ