Views Bangladesh Logo

টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার মোগড়া ইউনিয়নের কুইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিলি আক্তার মোগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান উত্তমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা জানান, উত্তমের একটি বিস্কুট কারখানা তার বাড়ির পাশেই অবস্থিত। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নামাজ শেষে তিনি কারখানায় যান। তবে এদিন দেরি হওয়ায় স্ত্রী লিলি তাকে খুঁজতে কারখানার দিকে যান। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলেও হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখারনার বাইরে দুইজন দাঁড়িয়ে ছিল, আর ভেতরে একজন অস্ত্রধারী হামলাকারী ছিল। ধারণা করা হচ্ছে, তারা মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে হত্যার উদ্দেশ্যে এসেছিল।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারহাদ ইকবাল বলেন, ‘এ ঘটনায় কারা জড়িত এখনো জানা যায়নি। আমরা গভীরভাবে শোকাহত।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বামী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ