খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল
সদ্য প্রয়াতবিএনপিচেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজ সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে। বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে আগমন করেছেন দলের নেতারা ও সমর্থকরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনেরনেতৃবৃন্দ খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন। এর আগে তার নাতনি এবং তারেক রহমানের কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দাশর্মিলারহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা কবর জিয়ারত করেছেন। কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকলেও পরে এটি উন্মুক্ত করা হয়।
মোখলেছুর রহমান নামের এক সমর্থক বলেন, 'আমি ধানমন্ডি থেকে নেত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।'
গেন্ডারিয়া থেকে মুজিবুল হক তার পরিবার নিয়ে কবর জিয়ারত করতে আসেন।
জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসে আসছেন। ছোট ছোট মিছিলের মাধ্যমে তারা জিয়া উদ্যানে প্রবেশ করছেন। কবর জিয়ারতের সময় আইন-শৃঙ্খলা রক্ষায়পুলিশ ও বিজিবিসদস্যরাদায়িত্বপালনকরছেন।
উল্লেখ্য, খালেদাজিয়ারমৃত্যুতেআজদেশেরসবজায়গায়তৃতীয় ও শেষদিনেরমতোরাষ্ট্রীয়শোকপালনকরাহচ্ছে। সকলমসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায়বিশেষদোয়া ও প্রার্থনা করা হচ্ছে। জুমার নামাজের পর দেশের সব মসজিদে মরহুমাররূহেরমাগফেরাতকামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয়মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা মিলিত হয়েতাকেকবরস্থকরেন। দাফনেরসময়সশস্ত্রবাহিনীমরহুমারপ্রতিরাষ্ট্রীয়সম্মাননা ‘গার্ডঅবঅনার’ প্রদানকরে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে