ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র সঙ্গে আজ রোববার রাতে বিএনপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত করেছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের দেওয়া তথ্যানুযায়ী, বৈঠকটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন।
তার সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি এন ধুঙ্গিয়েল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লিয়নপো নামগিয়াল দরজি এবং ভুটানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে