Views Bangladesh Logo

টেকনাফে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস সিকদার (৪২) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী সংলগ্ন সড়কের আনোয়ার প্রজেক্ট নামক স্থান থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকার মো. কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও উপজেলা আরাফাত রহমান খোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট নামক স্থানে এক ব্যক্তির মরদেহ দেখতে পান পথচারীরা। তার পরনে শুধু একটি ফুল প্যান্ট ছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।

নিহত ইউনুসের স্বজনরা জানান, তিনি হ্নীলা রঙ্গিখালী এলাকায় একটি আমন্ত্রণে গিয়েছিলেন। কিন্তু তিনি কার আমন্ত্রণে গেছেন এবং কিভাবে নিহত হয়েছেন প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি স্বজনরা। তারা দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, আজ সকালে রঙ্গিখালী মৎস ঘেরের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ