Views Bangladesh Logo

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বীরু মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত বীরু মোল্লা লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাতে একই এলাকার আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য মাটি কেটে নেন। এ নিয়ে বুধবার সকালে কথা বলতে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে জহুরুল মোল্লা ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন বলে অভিযোগ করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা চাচাতো ভাই বলে জানা গেছে।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি দাবি করেন, ঘটনাটি কোনো দলীয় বিরোধ নয়; বরং মাটি কাটাকে কেন্দ্র করেই এই সহিংসতা ঘটেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ