কুমিল্লায় বিএনপির এক গ্রুপের হামলায় অন্য গ্রুপের নেতা নিহত
বিএনপির এক গ্রুপের হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
হতাহতরা বিএনপির সাবেক সংসদ সদস্য নেতা মো. আবদুল গফুর ভূঁইয়ার সমর্থক। হামলাকারীরা বিএনপি নেতা মো. মোবাশ্বর আলম ভূঁইয়ার সমর্থক বলে অভিযোগ তাদের।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাকৈরতলায় এ ঘটনা ঘটে। এমন
এলাকাবাসী জানান, কাকৈরতলায় দাওয়াত খেয়ে কয়েকটি মোটরসাইকেলযোগে একই এলাকায় সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার সমাবেশে যাচ্ছিলেন তার সমর্থকরা। আগে থেকেেই ওঁৎ পেতে থাকা মোবাশ্বের আলম ভূঁইয়ার বেশ কয়েকজন সমর্থক তাদের উপর অতর্কিতে হামলা চালান। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন সেলিম ভূঁইয়া। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম জানা যায়নি।
বিএনপি নেতা মো. আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘আমাদের জেলার নেতারা নেতৃত্বের মূল্যায়ন না করে কিছু নেশাগ্রস্তকে কমিটিতে রেখেছেন। তারা যা ইচ্ছা তাই করছেন। আমাদের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর মোবাশ্বের আলমের সমর্থকেরা অতর্কিতে অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন’।
হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়াকে হত্যা এবং কয়েকজনকে আহত করাসহ হামলার বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে বক্তব্য নিতে বিএনপির মোবাশ্বের গ্রুপের কাউকে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘সেলিম ভূঁইয়া নিহত ও আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে মাত্র এসেছি। পরে বিস্তারিত জানাবো’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে