Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, এলাকায় উত্তেজনা

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০) মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর উপজেলা শহরের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা এবং জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের সদস্যরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালান। ওই সময় ডাবলু একটি ওষুধের দোকানে অবস্থান করছিলেন।

পরে তাকে পাশের নিজস্ব কার্যালয়ের ভেতরে নিয়ে সেনা হেফাজতে রাখা হয়। রাত ১২টার দিকে তার মৃত্যুর খবর জানানো হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতের ভাই শরিফুল ইসলাম কাজল অভিযোগ করে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান। তিনি বলেন, অভিযানের নামে সেনাবাহিনী পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন করছে। নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে শামসুজ্জামান ডাবলু তা সহ্য করতে না পেরে মারা গেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের উপস্থিতিতে জীবননগর থানার পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ