অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে তার দলের কোনো প্রত্যাশা নেই। বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আবার শুরু হবে।
তিনি বলেন, ‘এই সরকার সাময়িক। নির্বাচিত সরকার এলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে।’ তিনি আরও যোগ করেন, বিএনপি প্রথম দিন থেকেই জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
আমীর খসরু জানান, বিএনপির বিভাগীয় সফরের মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে গণতান্ত্রিক করা। দীর্ঘদিন ধরে অল্প কয়েকটি গোষ্ঠীর হাতে অর্থনীতি নিয়ন্ত্রিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঐতিহ্যবাহী কুটির শিল্প ও হস্তশিল্প পুনরুজ্জীবনের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী হস্তশিল্প ধ্বংস হয়ে গেছে। আমরা সেগুলো পুনরুজ্জীবিত করব এবং যারা হস্তশিল্পে জড়িত তাদের মূলধারার অর্থনীতিতে আনব। এতে উৎপাদন ও আয় উভয়ই বাড়বে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি গ্রামকে নিজেদের পণ্য উৎপাদনের সক্ষমতা থাকতে হবে।’
অনুষ্ঠান শেষে বিএনপি নেতা আমীর খসরু বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের নেতাদের সঙ্গে নিয়ে আঞ্চলিক হস্তশিল্পের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা নাজরুল ইসলাম রাজন ও শেখ আব্দুর রহিম এবং স্থানীয় চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীতলপাটি শিল্প যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বাবুল দত্ত বলেন, এ ধরনের মেলা বাজার সম্প্রসারণে সহায়তা করে এবং আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মেলায় প্রদর্শিত হয় ঐতিহ্যবাহী পণ্য ঝালকাঠির গামছা ও শীতলপাটি, পিরোজপুরের সুপারি খোলের হস্তশিল্প, পাটজাত পণ্যসহ নানা সামগ্রী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে