Views Bangladesh Logo

বিএনপি সব সময় দেশকে সংকট থেকে উদ্ধার করেছে: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপিই একমাত্র দল, যারা প্রতিবার দেশের বিপদের মুখোমুখি দাঁড়িয়েছে। সব সময় বাংলাদেশকে সব সংকট থেকে উদ্ধার করেছে। আজকের সংকটেও আমাদেরকেই সজাগ ও সতর্ক থাকতে হবে’।

‘আজ এমন সংকট দেখা দিয়েছে যে, আমাদের বিপ্লবী সেনাবাহিনীকেও বিতর্কিত করার চেষ্টা চলছে। যা আমরা মেনে নিতে পারি না’- বলেছেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে দলের আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘কিছু নতুন সোশ্যাল মিডিয়া গ্রুপের আবির্ভাব ঘটেছে। আমি জানি না, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়। তাদের ভাষা, বাক্য এবং বক্তব্য বাংলাদেশকে সম্পূর্ণরূপে অরাজকতার দিকে নিয়ে যায়। তারা চায় না, দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাক’।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই সভায়

মির্জা ফখরুল বলেন, ‘যারা আমাদের দেশকে রক্ষা করে এবং সংকটের সময় আমাদের পাশে দাঁড়ায়, তাদের আমরা কখনই বিতর্কিত হতে দিতে পারি না’।

অন্তর্বর্তী সরকার সংস্কারের বিশাল পাহাড় স্তূপ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এমন অনেক বিষয় আছে, যা আমাদের জনগণ বুঝতেও পারে না। সে কারণেই দলের পক্ষে তাদের সংস্কার প্রস্তাবের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা তাদের সাথে একমত বা দ্বিমত কি না তাও বলেছি’।

‘আমরা জোর দিয়ে বলেছি, নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের দিকে যেতে হবে। এটাই গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া অন্য কোনো ব্যবস্থার কথাও আমরা জানি না, যা জনগণের উপকার করতে পারে’- বলেন মির্জা ফখরুল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ