Views Bangladesh Logo

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকাল ৭টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার খবির মীরের ছেলে। সংঘর্ষে আরও একজন গুলিবিদ্ধসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় আওলাদ গ্রুপের সমর্থক আরিফ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, ‘দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে আরিফ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ