Views Bangladesh Logo

আমজনতার তারেক রহমানের পাশে দাঁড়ালেন রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমজনতার দলের তারেক রহমানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান যে রাজনৈতিক দল গঠন করেছেন, সেই দলের নিবন্ধন অবশ্যই তার প্রাপ্য।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে অনশনরত তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন রিজভী।

রিজভী বলেন, 'তারেকের রাজনৈতিক দল ‘আমজনতার দল’ নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করেছিল। কিন্তু সেই আবেদন গ্রহণ করা হয়নি। আমি দেখেছি আরও কিছু ছোট বা গুরুত্বহীন সংগঠনও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের আবেদন কেন মঞ্জুর হয়নি, তা আমি বুঝতে পারছি না। তারেক দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বক্তব্য দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং তার বৈধতার জন্য কমিশনে আবেদন করেছেন। সে কোনও গোপন রাজনৈতিক দল করতে চায়নি, বরং আইনসম্মত রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ হত, তাহলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করত। কিন্তু সে রাষ্ট্রের, দেশের, স্বাধীনতার ও গণতন্ত্রের স্বার্থে কথা বলেছেন। তবু তার নিবন্ধন দেওয়া হচ্ছে না, যা স্বাভাবিক নয়।'

রিজভী বলেন, 'আমি কাউকে ছোট করতে চাই না। তবে তার চিন্তা, রাজনৈতিক সংগ্রাম এবং কর্মসূচি অনুযায়ী যে দলটি গঠন করা হয়েছে, সেই দলের নিবন্ধন অবশ্যই তার প্রাপ্য। ন্যায়সঙ্গত কারণে যে অনশন চালাচ্ছে—তার ৫০ ঘণ্টার অনশন এবং এই কর্মসূচির প্রতি বিএনপির পক্ষ থেকে আমরা পূর্ণ সংহতি জানাই।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ