Views Bangladesh Logo

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়।

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই এবং জনগণ দ্রুত নির্বাচন চায়। তিনি আরও বলেন, সংকট নিরসনের একমাত্র পথ হলো দ্রুত নির্বাচন আয়োজন করা, আর যারা রাজনৈতিক সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার। সেটা তাদের দলের দায়িত্ব।


ডাকসু নির্বাচন নিয়ে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়া উচিত। এটাই তার প্রত্যাশা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ