Views Bangladesh Logo

বাজেট ঘোষণার আগে সংলাপ এড়ানোয় সরকারের সমালোচনা বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় বাজেট প্রকাশের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ না করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে বিএনপি। এ ধরনের আলোচনা ন্যূনতম জাতীয় ঐকমত্য তৈরি করতে পারত বলে মনে করে দলটি।

বুধবার (৪ জুন) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ইচ্ছা থাকলে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মতামত নিতে পারতো। যাদের মধ্যে রয়েছেন বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য, ব্যবসায়ী নেতা এবং যুব প্রতিনিধি’।

তিনি বলেন, বিএনপি ধারাবাহিকভাবে যুক্তি দিয়ে আসছে, কেবলমাত্র নির্বাচিত সরকারই জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের উপযুক্ত। এটি বাজেট প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিও নিশ্চিত করে।

আমির খসরু বলেন, ‘ঐকমত্যভিত্তিক সংলাপে আরও বাস্তবসম্মত বাজেট বরাদ্দ সম্ভব হতে পারতো। এ ধরনের অংশগ্রহণ বাজেটকে আরও ঐক্যবদ্ধ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করতে সাহায্য করতো’।

‘বাজেট বিভিন্ন সামাজিক গোষ্ঠীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত করতে পারতো। দুর্ভাগ্যবশত, সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে’- বলেন খসরু।

তিনি যুক্তি দেন, ‘বৃহত্তর রাজনৈতিক সম্পৃক্ততায় বাজেট একতরফা, সীমিত অংশগ্রহণ বা ঐতিহ্যবাহী চিন্তা-ভাবনায় সীমাবদ্ধ থাকতো না। এটি নতুন ধারণার সূচনা করতে পারতো’।

‘বর্তমান বিশেষ পরিস্থিতিতে’ রাজনৈতিক সংলাপের গুরুত্ব বাড়াতেও জোর দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বলছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচিত সরকার ২০২৬-২৭ অর্থবছরে ক্ষমতা নেবে। ওয়েস্ট মিনিস্টার মডেল অনুসরণকারী অনেক দেশের মতো বাংলাদেশেও অন্তর্বর্তী শাসনব্যবস্থার জন্য স্পষ্টভাবে সংজ্ঞায়িত প্রোটোকলের অভাব রয়েছে’।

খসরু বলেন, ‘এ ধরনের ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারগুলো সাধারণত বড় নীতিগত পরিবর্তন এড়িয়ে চলে। উল্লেখযোগ্য নতুন কর আরোপ থেকে বিরত থাকে এবং বৃহৎ আকারের আর্থিক কর্মসূচি চালু করে না’।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ