কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় বিএনপির নিন্দা
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, 'জুলাই গণ-অভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এমন সহিংস ঘটনা তা ব্যাহত করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ভিন্নমত থাকতেই পারে; কিন্তু শক্তি প্রয়োগ করে মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করা একটি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় ব্যবস্থার গুরুত্ব অপরিসীম, আর কোনো দলের অস্তিত্ব নির্ধারিত হয় জনগণের সমর্থনের ওপর, সহিংসতার ওপর নয়।'
গতকাল শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলায় আগুন লেগে আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়। ভাঙচুর করা হয় এরশাদের ছবি ও দলের লোগো, এবং রাস্তায় ফেলে দেওয়া হয় দলের চেয়ারম্যান জি এম কাদেরের ছবি।
হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাপা, যদিও পরিষদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট জাপা ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিনও জাপার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে