Views Bangladesh Logo

মির্জা ফখরুলের বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে: বিএনপি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

এতে বলা হয়েছে, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি।

সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।

আরও বলা হয়েছে, তিনি (মির্জা ফখরুল) এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।


ভারতের সংবাদপত্র ‘এই সময়’-এ দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং তার সব মিত্ররা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। ভোট হোক ন্যায়সঙ্গত এবং সুষ্ঠু।’

সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, জামায়াত ৫০টি আসনের দাবি করেছে কিনা। এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘তারা ৩০টি আসনের দাবি করেছে। আমরা কোনো আগ্রহ দেখাইনি। আমরা অনেক কম সংখ্যা প্রস্তাব দিয়েছিলাম, যা তারা পছন্দ করেনি। আমি নিশ্চিত করতে চাই, আমরা আর কখনো জামায়াতকে আমাদের ওপর চাপতে দেব না। তারা যে শক্তি দাবি করে, তা আসলে নেই; আমরা তাদের যা গুরুত্ব দিয়েছি, তা তাদের তুলনায় অনেক বেশি। আর এই সব পিআর-এর কথাবার্তা কেবল বিএনপির ওপর চাপ সৃষ্টির একটি কৌশল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ