Views Bangladesh Logo

মনোনয়ন না পেয়েও প্রতীক বরাদ্দ পেলেন বিএনপির প্রার্থী মোবাশ্বের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীক পেলেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। হাইকোর্টের আদেশের পর সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা তাতে ধানের শীষ প্রতীক ররাদ্দ দেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।

কুমিল্লা-১০ বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু দল একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয়। দলীয় প্রত্যয়নপত্র না থাকায় সেটি যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।

গতকাল রোববার কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে মোবাশ্বেরের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ ও দলীয় প্রত্যয়ন পাওয়ায় মোবাশ্বের আলম ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ