কুমিল্লা–১০ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়া
দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট হাইকোর্টে খারিজ হয়েছে। ফলে কুমিল্লা–১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে গফুর ভূঁইয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে অভিযোগকারী ও নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট ইউসুফ আলী।
আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থাকল। ফলে আইনগতভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালেন গফুর ভূঁইয়া।
এর আগে গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন বিএনপি প্রার্থী। আজ সেই রিট খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে