Views Bangladesh Logo

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের পক্ষে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো

 VB  Desk

ভিবি ডেস্ক

ইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রণের পক্ষে মত দেয়। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, রাষ্ট্রের ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের মতো গুরুতর বিষয়ে একটি সুনির্দিষ্ট আইন থাকা জরুরি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের অষ্টম দিনের বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির সালাহউদ্দিন আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ আব্দুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এই আলোচনার লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ শাসনব্যবস্থা সংক্রান্ত বিষয়ে বৃহত্তর জাতীয় ঐকমত্য গড়ে তোলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ