Views Bangladesh Logo

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দলটি সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর ভোরে নয়াপল্টন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একই দিনে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন থাকবে।

২ সেপ্টেম্বর দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

৪ সেপ্টেম্বর দলীয় উদ্যোগে বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম গ্রহণ করা হবে। আর ৫ সেপ্টেম্বর ঢাকায় একটি গোলটেবিল আলোচনার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ