Views Bangladesh Logo

মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে অসত্য তথ্য প্রচারের অভিযোগ বিএনপির

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। দলটির পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারে সাড়া না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পুরোনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য সম্পাদনা করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকলের মাধ্যমে একটি অসত্য ভিডিও প্রকাশ করেছে—যেখানে বলা হয়েছে, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। এটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।’

বিবৃতিতে বলা হয়, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এসব কাল্পনিক ভিডিও প্রচার করছে। দেশের জনগণ, দলীয় নেতা-কর্মী ও মনোনয়নপ্রত্যাশীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—এ ধরনের সম্পাদিত ভিডিওতে যেন কেউ বিভ্রান্ত না হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ