Views Bangladesh Logo

ফরিদপুরের কুমার নদ থেকে বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার

পুলিশ ফরিদপুরের নগরকান্দায় কুমার নদ থেকে ফিরোজ শেখ (৫২) নামে এক বিএনপি কর্মীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফিরোজ ওই ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলেন।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিখুরহাটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত শাজাহান শেখের ছেলে। তিনি বিবাহিত ছিলেন এবং দুই ছেলে ও দুই মেয়ের বাবা।

চর যশোরদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু মুসা জানান, সোমবার রাত ১০টার দিকে নিখুরহাটি উত্তরপাড়া গ্রামের নদীর পাড়ে একটি কলাবাগানে ফিরোজ শেখকে তাস খেলতে দেখা যায়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা নগরকান্দা থানায় খবর দেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ