খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের পর আবার বহাল
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শনিবার রাতে সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও রোববার সকাল থেকে আবার তা বহালের ঘোষণা দেয়া হয়েছে। ফেসবুকে নতুন করে অবরোধের আহ্বান জানানো হলে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ফলে এদিন সকাল থেকেই খাগড়াছড়ি শহর ও শহরতলীতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে সাজেকে আটকে থাকা ২ হাজারের বেশি পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর প্রটোকলে নিরাপদে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
শনিবার দিনের বেলায় অবরোধ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৭ জন আহত হন। দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে। গুরুতর কয়েকজন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। জরুরি সেবা ছাড়া সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেনাবাহিনী।
এর আগে মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের সিঙিনালায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই পাহাড়ি জনগোষ্ঠীর ব্যানারে বিক্ষোভ ও অবরোধের ডাক দেয়া হয়। পরিস্থিতি শান্ত রাখতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সকল পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে