নির্বাচনে সাংবাদিকদের আচরণবিধি সংশোধনের দাবি বিজেসি ও আরএফইডির
নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য প্রণীত আচরণবিধিতে অসংগতি রয়েছে বলে মন্তব্য করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। এসব অসংগতির সংশোধন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত প্রস্তাব দিয়েছে সংগঠন দুটি।
রোববার (৯ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে এক বৈঠকে বিজেসি ও আরএফইডির প্রতিনিধি দল এ দাবি জানায়। বৈঠকে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে এমন বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়।
বৈঠকে বিজেসি চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা, সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা সাংবাদিকদের বলেন, 'ইসির প্রণীত আচরণবিধিতে কিছু ধারা সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করছে। আমরা সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে একটি সুপারিশমালা তৈরি করে কমিশনের হাতে তুলে দিয়েছি।'
তিনি জানান, ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বাধ্যবাধকতা ও কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট থাকার সীমা সাংবাদিকদের জন্য অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা তৈরি করে। ইসি জানিয়েছে, এটি কোনো কঠোর সময়সীমা নয়, বরং স্থান সংকুলান বিবেচনায় দেওয়া সাধারণ নির্দেশনা।
রাজা আরও বলেন, 'কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সাংবাদিকদের সহযোগিতা করতে তারা আগ্রহী। এমনকি তারা মনে করেন, সাংবাদিকদের উপস্থিতি ভোটের স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে।'
বিজেসি চেয়ারম্যান সরাসরি সম্প্রচার নিয়েও মত দেন 'সাংবাদিকদের দায়িত্বশীলভাবে সম্প্রচার করতে হবে, যাতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন না ঘটে। তবে অনিয়ম বা কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সাংবাদিকদের দায়িত্ব পালন করতেই হবে।'
আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, 'সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির বিধান আচরণবিধিতে স্পষ্টভাবে যুক্ত করতে হবে। যেমন রাজনৈতিক দল বা প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে তাদের প্রার্থিতা বাতিলের ধারা রয়েছে- তেমনি সাংবাদিকদের ওপর হামলার ক্ষেত্রেও শাস্তিমূলক ব্যবস্থা থাকা জরুরি।'
তিনি আরও বলেন, 'আমরা চাই এই নীতিমালা শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হোক। এতে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত হবে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে