পাখির ধাক্কায় উড্ডয়নের পরই ফিরল ইন্ডিগো ফ্লাইট
নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির ধাক্কায় বিপদে পড়ে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিমানটি নিরাপদে নাগপুরে ফিরে আসে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ ঘটনাটি ঘটে।
নাগপুর বিমানবন্দরের সিনিয়র পরিচালক আবিদ রুহি জানান, আকাশে ওঠার পরপরই বিমানে পাখি আঘাত হানে। তিনি বলেন, বিমানটি নাগপুর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সতর্কতামূলকভাবে ফিরিয়ে আনা হয়। কীভাবে ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ওই বিমানে ১৬০ থেকে ১৬৫ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে ইন্ডিগো।
এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, নাগপুর থেকে কলকাতাগামী ফ্লাইট ৬ই৮১২ উড্ডয়নের পরই পাখির ধাক্কায় পড়ে। নিরাপত্তার স্বার্থে পাইলটরা সঙ্গে সঙ্গে বিমানটি নাগপুরে ফিরিয়ে আনেন। এখন পরিদর্শন করা হচ্ছে।
বিমান চলাচলে পাখির ধাক্কা বা বার্ড স্ট্রাইক একটি পরিচিত ঝুঁকি। অনেক সময় এটি বিমানে গুরুতর ক্ষতির কারণ হয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে