বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই
দেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখা শরীয়তপুরের বীরাঙ্গনা যোগমায়া মালো ইহলোক ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত জটিলতা ও ক্যানসারে ভুগছিলেন বহুদিন ধরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন যোগমায়া। তিন দিন তিন রাত চলা সেই ভয়াবহ নির্যাতন আর হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তিনি ফিরে আসেন জীবন্ত সাক্ষী হয়ে। স্বাধীনতার কয়েক দশক পর, ২০১৮ সালে সরকারিভাবে “বীরাঙ্গনা” হিসেবে স্বীকৃতি পান তিনি।
তার দীর্ঘদিনের দুঃখ-যন্ত্রণার পর সম্প্রতি, বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে তার জন্য একটি পাকা ঘর নির্মাণ করা হয়। সেখানে পরিবার নিয়ে কিছুদিন শান্তিতে কাটিয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে সদর উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। বিকেলে শেষ যাত্রায় বীরাঙ্গনাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।
যোগমায়ার মেয়ের জামাই সুভাষ দাড়িয়া জানান, তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন এবং দুপুর ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সকলের কাছে শাশুড়ির আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
শরীয়তপুরের সর্বস্তরের মানুষ বীরাঙ্গনা যোগমায়া মালোর ত্যাগ, সাহস ও স্মৃতিকে চিরদিন হৃদয়ে ধারণ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে