বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ । ১৯৭১ সালের এই দিনে যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে সহযোদ্ধাদের জীবন ও অস্ত্র রক্ষার জন্য তিনি প্রাণ উৎসর্গ করেন। পরে শহীদ নূর মোহাম্মদকে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে সমাহিত করা হয়।
নূর মোহাম্মদ শেখ ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি বাবা-মাকে হারান এবং সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (বর্তমান বিজিবি) যোগ দেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে কর্মরত থাকার পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন এবং পরবর্তীতে ল্যান্স নায়েক পদে উন্নীত হন।
মুক্তিযুদ্ধ চলাকালীন নূর মোহাম্মদ শেখ সেক্টর ৮-এর অধীনে শার্শার কাশিপুর সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে এলাকা শত্রুমুক্ত করেন।
২০০৮ সালের ১৮ মার্চ তার জন্মগ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়। এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ, স্কুল ও কলেজ। এছাড়া নড়াইল শহরে তার নামে একটি স্টেডিয়াম এবং নড়াইল ও যশোরে পরিবারের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ নূর মোহাম্মদনগরে কুরআনখানি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে