নেপালে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান
নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে আজ বৃহস্পতিবার দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান।
রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, ‘আজ বিকেল ৩টা ৫ মিনিট ও ৫টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।’
জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব যাত্রীর ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল, তারা আজ বিমানের অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪-এর সুবিধা নিতে পারবেন।
নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষা সফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের একটি প্রতিনিধিদল নেপালে অবস্থান করছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে কর্মরত প্রায় ৫০ জন বাংলাদেশিও সেখানে রয়েছেন। সব মিলিয়ে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক বর্তমানে নেপালে আটকা পড়েছেন।
এদিকে আজ বিকেলে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দলও নেপাল থেকে ঢাকায় ফিরছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে