৫৫ বছরের ইতিহাসে বিমানের সর্বোচ্চ মুনাফা অর্জন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৯৩৭ কোটি টাকা লাভ করেছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংস্থাটি।
এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মুনাফা ছিল ৪৪০ কোটি টাকা। নতুন এই রেকর্ডের পেছনে দক্ষ ব্যবস্থাপনা, সম্পদের সঠিক ব্যবহার এবং সময়োপযোগী সিদ্ধান্তকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে বিমান কর্তৃপক্ষ।
মাত্র ১ কোটি ৯ লাখ টাকার আয় দিয়ে ১৯৭২ সালে যাত্রা শুরু করেছিল বিমান। এখন তারা একটি আধুনিক, প্রতিযোগিতামূলক এবং লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সদ্য শেষ হওয়া অর্থবছরে বিমানের আয় হয়েছে ১১ হাজার ৬৩১ কোটি টাকা, যা টানা দ্বিতীয় বছর ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল।
চলতি পর্যন্ত বিমানের ৫৫ বছরের ইতিহাসে ২৬ বার মুনাফা হয়েছে। ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে সংস্থাটির মোট মুনাফা দাঁড়িয়েছে ৫৮৯ কোটি টাকায়।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আছে ২১টি উড়োজাহাজ, যার ১৯টিই নিজস্ব। এর মধ্যে রয়েছে আধুনিক, জ্বালানি সাশ্রয়ী বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ ড্রিমলাইনার। প্রতিষ্ঠানটি নিজস্বভাবে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণও করতে পারে, ফলে খরচ কমে এবং সময়ও বাঁচে।
বিমান জানায়, ২০২৪-২৫ অর্থবছরে বিমান প্রায় ৩৪ লাখ যাত্রী পরিবহন করেছে, পণ্য পরিবহন করেছে ৪৩ হাজার ৯১৮ টন এবং কেবিন লোড ফ্যাক্টর ছিল ৮২ শতাংশ। এছাড়া জানুয়ারি ২০২৫ মাসে বিমান এক মাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও গড়েছে।
ভবিষ্যতের পরিকল্পনায় নতুন গন্তব্যে রুট চালু, ডিজিটাল সেবার আধুনিকায়ন এবং কার্গো পরিবহন ব্যবস্থার উন্নয়ন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে