Views Bangladesh Logo

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান: পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান। গতকাল বুধবার পাকিস্তানের দৈনিক দ্য নিউজ–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এর আগে পাকিস্তানের ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতা করেন ইকবাল হুসাইন। বক্তৃতা শেষে দ্য নিউজের এক সাংবাদিক তার কাছে ঢাকা–করাচি ফ্লাইট চালুর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে হাইকমিশনার বলেন,
‘হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় বিমান সংস্থা করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।’

ভারতের আকাশসীমা ব্যবহারের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, একইভাবে বাংলাদেশ বিমানের উড়োজাহাজও ভারতের আকাশসীমা ব্যবহার করে করাচি রুটে উড়তে পারবে।’

বিভিন্ন সূত্র জানিয়েছে, পাকিস্তানের ওপর ভারতের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় পাকিস্তানি এয়ারলাইনসের ফ্লাইট চালুর সম্ভাবনা এখনই নেই।

এর আগে ফরেন সার্ভিসেস একাডেমিতে বক্তৃতার সময় ইকবাল হুসাইন দক্ষিণ এশিয়ায় বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সীমিত প্রবেশাধিকার, সীমান্তে বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনো এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ