Views Bangladesh Logo

দুবাইয়ে ২৬ ঘণ্টার বেশি সময় আটকা বিমানের ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ২৬ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন ১৭৮ জন যাত্রী।

ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২৪৮), যা বুধবার রাত ১২টা ৫ মিনিটে (দুবাই সময়) দুবাই থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রী বোর্ডিংয়ের পর উড্ডয়নের ঠিক আগে ত্রুটি ধরা পড়ে।

বিমানের দুবাই রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা জানান, ত্রুটি ধরা পড়ার পর ১৭৫ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে এবং তিনজন ভিসাজনিত কারণে বিমানবন্দরে অবস্থান করছেন। তাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টা ১১ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই পৌঁছায়। এরপর বুধবার সারাদিন মেরামতের চেষ্টা চালানো হলেও সফল হয়নি। সন্ধ্যার পর আরেকটি বিমান যন্ত্রাংশ নিয়ে দুবাই গেলেও সমস্যা সমাধান সম্ভব হয়নি। যাত্রীদের জানানো হয় বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে ফ্লাইট ছাড়বে। রাত ৯টায় তাদের বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়, কিন্তু সময় পিছিয়ে যায় বারবার—প্রথমে ২টা, পরে ২টা ৩০ মিনিট। শেষ পর্যন্ত ফ্লাইট ছাড়তে পারেনি।

আটকে পড়া যাত্রীদের মধ্যে রয়েছেন সিলেটের ধর্মীয় বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদি। তিনি অভিযোগ করে বলেন, “আমাদের ২১ ঘণ্টা হোটেলে রাখার পর আবার বিমানবন্দরে আনা হলো, কিন্তু এখনও ফ্লাইট ছাড়েনি। কবে সিলেটে পৌঁছাতে পারব কেউ বলতে পারছে না।”

আরেক যাত্রী হাবিব আহমেদ বলেন, “দ্রুত ঢাকায় আসার জন্য বিমান বেছে নিয়েছিলাম। কিন্তু এখন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম ভোগান্তিতে আছেন।”

গত দুই মাসে বিমানের অন্তত ১০টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে চাকা ফেটে যাওয়া, টায়ার বিস্ফোরণ, ইঞ্জিনে কম্পন ও ল্যান্ডিং গিয়ার বিকল হওয়া।

বৃহস্পতিবার ভোর পর্যন্তও ফ্লাইটটি দুবাই থেকে ছাড়েনি। যাত্রীরা কবে দেশে ফিরবেন তা নিশ্চিত করতে পারেনি বিমান কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ