Views Bangladesh Logo

২০ মিনিট আকাশে উড়ে ঢাকায় ফিরল বিমান

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার বিকেলে উড্ডয়নের অল্প সময় পরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।

বিজি ৬১৫ ফ্লাইটটি বিকেল ২টা ৩৪ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে; কিন্তু ২টা ৫৫ মিনিটে ফিরে আসে। উড্ডয়নের পর কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পাইলট যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ফেরার সিদ্ধান্ত নেন। ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজটি প্রায় ২০ মিনিট আকাশে ছিল।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে রোববার সন্ধ্যায় রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট, বিজি ৩৫৬, বাতিল করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ইতালির লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও যান্ত্রিক সমস্যার কারণে সেটি স্থগিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ