Views Bangladesh Logo

বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

নিজেদের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ক্ষেত্রে ‘এয়ারবাস’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ থেকে বিমান নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, পরিচালনা পর্ষদ নীতিগতভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করেছে। তবে দাম ও অন্যান্য শর্ত চূড়ান্ত করতে বোয়িংয়ের সঙ্গে আলোচনা শেষে টেকনো-ফাইন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুমোদিত উড়োজাহাজের মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার আগেই বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। পরবর্তী যাচাই-বাছাই শেষে বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে।

পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, দেশের এভিয়েশন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় খাতে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সূত্র জানায়, প্রয়োজনীয় অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হবে। এরপর ধাপে ধাপে উড়োজাহাজগুলো বাংলাদেশে সরবরাহ করা হবে।

কর্মকর্তারা জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ব্যবহৃত ওয়াইড বডির উড়োজাহাজ। অন্যদিকে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স মাঝারি আকারের ন্যারো বডির উড়োজাহাজ, যা আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য উপযোগী।

বোসরা ইসলাম বলেন, এই সিদ্ধান্ত বিমানের বহর আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এভিয়েশন খাতে সহযোগিতা আরও জোরদার হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ