Views Bangladesh Logo

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

 VB  Desk

ভিবি ডেস্ক

নাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আজ পৌঁছেছে পরিসমাপ্তির প্রান্তে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব।

সকালে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর দেবীর দর্পণ বিসর্জন শেষে দেবী দুর্গাকে শোভাযাত্রার মধ্য দিয়ে বিদায় জানাবেন ভক্তরা। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ত্যাগ করে কৈলাসে ফিরে যান। এবারে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চড়ে।

বিজয়া দশমীর তাৎপর্য কেবল প্রতিমা বিসর্জনে সীমাবদ্ধ নয়, বরং মানুষের মনের অশুভ প্রবৃত্তিকাম, ক্রোধ, লোভ, হিংসা, লালসা বিসর্জন দিয়েই এই দিনের আসল বার্তা পূর্ণতা পায়। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য আর শান্তির সেতুবন্ধন গড়াই এ উৎসবের মূল উদ্দেশ্য।

দেবীর বিদায়ের আগে মণ্ডপগুলোতে নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। দেবীর চরণ থেকে নেয়া সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন তারা। শাস্ত্রীয় ব্যাখ্যায়, স্বামীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এদিন নারীরা দেবীর সিঁথিতে দেওয়া সিঁদুর নিজেদের সিঁথিতে ধারণ করেন আশীর্বাদ হিসেবে। এরপর পান-মিষ্টি নিবেদন করে দেবীর সঙ্গে ভাগ করে নেন আনন্দ ও আবেগের রঙ।

বিজয়া দশমীর এই আচার-অনুষ্ঠান শুধু বিদায়ের বেদনা নয়, বরং নতুন আশার দিগন্ত উন্মোচন করে। বিসর্জনের সুরে ধ্বনিত হয় এক চিরন্তন বার্তা। অশুভকে বিদায় দিয়ে শুভকে ধারণ করাই জীবনের মূল সাধনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ