নির্বাচনী দায়িত্ব পালনে পক্ষপাত দেখালে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি কমিশনার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনের সময় পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ সতর্কবার্তা দেন।
কমিশনার দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন। তিনি বলেন, “জাতীয় নির্বাচন সামনে। আমাদের নিশ্চিত করতে হবে একটি সহনীয় ও শান্তিপূর্ণ পরিবেশ, যাতে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়। কোনো কর্মকর্তা যেন কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব না দেখান।”
তিনি আরও নির্দেশ দেন, নিষিদ্ধ বা উগ্রবাদী গোষ্ঠীগুলো যাতে গোপনে পুনরায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নগরজুড়ে টহল জোরদার করে জনগণের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় করার নির্দেশ দেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ও অতিরিক্ত আইজিপি মো. সারোয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নাজরুল ইসলামও বক্তব্য দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে