Views Bangladesh Logo

২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ২২ নভেম্বর বাংলাদেশ সফর করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বাংলাদেশ সফরকালীন তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’হিসাবে ঘোষণা করেছে সরকার।

রোববার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটের তথ্য অনুযায়ী, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক) এর অধীনে সরকার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ