বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানিতে ভারতের সড়ক ব্যবহারে আশাবাদী ভুটান
বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানির লক্ষ্যে ভারত নিজেদের সড়ক ব্যবহার করতে দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি।
সোমবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ বাংলাদেশ-ভুটান সম্পর্ক বিষয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন।
রাষ্ট্রদূত জানান, সম্প্রতি জাতিসংঘের সম্মেলনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ঢাকা ও থিম্পু একই লক্ষ্য অর্জনে কাজ করছে।
দর্জি বলেন, ভারত ও বাংলাদেশ বড় দেশ হওয়ায় পরিবহনে ভারী যানবাহন ব্যবহার করবে; কিন্তু অপেক্ষাকৃত ছোট দেশ হিসেবে ভুটান এখনো সে ধরনের অবকাঠামোগত সক্ষমতা তৈরি করতে পারেনি। এ কারণেই বাংলাদেশ-ভুটান ইনফ্রাস্ট্রাকচার অ্যাগ্রিমেন্ট (বিবিআইএ) এখনো স্বাক্ষর করা হয়নি।
তিনি আরও জানান, এ বছরের শেষ দিকে ঢাকায় বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে