ভোলায় 'সংঘবদ্ধ ধর্ষণ': প্রধান আসামিসহ আরও দুইজন গ্রেপ্তার
ভোলার তজুমদ্দিনে এক নারীকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ আরও দুই জনকে আটক করেছে পুলিশ।
তজুমদ্দিন উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে মঙ্গলবার রাত সাড়ে ১টার দিকে বোরহানউদ্দিন থেকে গ্রেফতার করা হয়। তার সহযোগী মো. আলাউদ্দিনকে একই সময়ে নোয়াখালীর হাতিয়া থেকে আটক করেছে পুলিশ। এর আগে, ভুক্তভোগীর স্বামীর তৃতীয় স্ত্রী ও মো. রাসেল নামের আরও দুই আসামিকে আটক করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাব্বত খান জানান, ধর্ষণ মামলার সাতজন আসামি গা ঢাকা দিয়ে চর এলাকায় লুকিয়ে ছিল। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
মামলার এজাহারে জানা যায়, গত ২৯ জুন দুপুরে চাঁদপুর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামে স্বামীর তৃতীয় স্ত্রীর বাসায় ওই নারীকে একাধিক ব্যক্তি গোষ্ঠবদ্ধ ধর্ষণ করেন। মামলা করেন ভুক্তভোগীর স্বামী। মামলায় ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
এখনো পর্যন্ত এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে