Views Bangladesh Logo

তারেক রহমানের দেশে ফেরা: কিছু এলাকায় পোশাক কারখানা ছুটির পরামর্শ বিজিএমইএর

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন কয়েকটি এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক নোটিশে সোমবার এই পরামর্শ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন। দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ কারণে উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) তৈরি পোশাক কারখানাগুলো বৃহস্পতিবার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কারখানা মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ওইসব এলাকায় শ্রমিকদের যাতায়াত এবং আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেছে বিজিএমইএ।

সংগঠনটি বলেছে, প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার ছুটি দিয়ে তার আগে বা পরে অন্য কোনো একদিন দায়িত্ব পালন করার ব্যবস্থা নেওয়া যেতে পারে।

এ ছাড়া জরুরি আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করার জন্যও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ