অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে জনগণের সহায়তা চাইল বিজিবি
তথ্য দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্রের অনুপ্রবেশ রোধে নাগরিকদের সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
সোমবারের (১৫ সেপ্টেম্বর) বিবৃতিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে দেশে অবৈধ অস্ত্রপাচারের চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু গোষ্ঠী।
বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তিন মাসের ধারাবাহিক অভিযানে বেশ কিছু অবৈধ অস্ত্র জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, দুটি রিভলবার, দুটি সাবমেশিনগান (এসএমজি), পাঁচটি রাইফেল, ১৬টি ঘরে তৈরি বন্দুক, তিনটি শটগান, তিনটি মর্টারশেল, আটটি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগজিন এবং এক হাজার তিন রাউন্ড গুলি।
অবৈধ অস্ত্রপাচার দমনে দেশের সীমান্তে গোয়েন্দা নজরদারি এবং মাঠ পর্যায়ে অভিযান আরও জোরদার করেছে বিজিবি।
বিবৃতিতে এই প্রচেষ্টায় জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি। নাগরিকদের বিজিবির টোল-ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে কল করে অবৈধ অস্ত্রপাচার সম্পর্কিত যে কোনো তথ্য জানাতে উৎসাহিত করা হয়।
‘জাতীয় নিরাপত্তা রক্ষায় জনসচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’- বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে