Views Bangladesh Logo

নভেম্বরে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকায় নভেম্বর-২০২৫ জুড়ে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাসব্যাপী এসব অভিযানে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬৮ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তজুড়ে পরিচালিত অভিযানে স্বর্ণ, রূপা, কাপড়, কসমেটিকস, তৈরি পোশাক, ইমিটেশন গহনা, আতশবাজি, চা পাতা, সুপারি, কয়লা, পাথর, প্লাস্টিক সামগ্রী, ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন, মোটরসাইকেলসহ নানা ধরনের চোরাচালান দ্রব্য জব্দ করা হয়েছে। এসবের মোট মূল্য দাঁড়িয়েছে ১৬৮ কোটি টাকার বেশি।

এ ছাড়া এসব অভিযানে ২ কেজি ২৬৬ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রূপা, ১৭ হাজারের বেশি শাড়ি, ২১ হাজারের বেশি থ্রি-পিস ও বিভিন্ন পোশাক, ১০ লাখের বেশি আতশবাজি, ১ লাখ ৬৮ হাজার পিস চকোলেট, ৮১৯টি গরু-মহিষ এবং বিভিন্ন ধরনের যানবাহনসহ মোট ৩১৮টি পরিবহন আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নভেম্বর মাসজুড়ে বিজিবির হাতে ধরা পড়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসবের মধ্যে রয়েছে—
২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা, ১৯৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭১৪ বোতল ফেনসিডিল, ৭ হাজার ১৭৬ বোতল বিদেশি মদ, ২০৩ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫২৬ কেজি গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও ওষুধ।

আরও জানানো হয়, অভিযানে উদ্ধার করা হয়েছে ৪টি দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ১৯ রাউন্ড গুলি, ৩টি মাইন, ৬টি ককটেলসহ অন্যান্য বিস্ফোরক। এছাড়া চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ১৫৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত অতিক্রমের অভিযোগে ১৩৭ জন বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিককে ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৪০৩ জন মিয়ানমার নাগরিককে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ