Views Bangladesh Logo

কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে বিজিবির বিওপি বিলীন

দ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন শুরু হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তবর্তী উদয়নগর বিওপি (বর্ডার আউটপোস্ট) সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া ভাঙনে বিওপি ক্যাম্পটি সম্পূর্ণ নদীগর্ভে চলে যায়।

ভাঙনের আশঙ্কায় কয়েক দিন আগেই ক্যাম্প থেকে বিজিবি সদস্যদের এবং যাবতীয় সরঞ্জাম চর চিলমারী বিওপিতে সরিয়ে নেয়া হয়। এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ওই এলাকার নজরদারি চর চিলমারী বিওপি থেকেই চলছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘বিওপির যেটুকু অংশ এখনও আছে, সেটিও দ্রুত বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, তারা আগেই পদ্মা ও গড়াই নদীর ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছিল। পানি কমতে থাকায় ভাঙন আরও তীব্র হয়েছে। উদয়নগরে জিও ব্যাগ দিয়ে প্রতিরোধের চেষ্টা করেও শেষ পর্যন্ত স্থাপনাটি রক্ষা করা যায়নি।

পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন শুরু হয়েছে, যা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ