এশিয়ান কাপের টিকিট পাওয়ায় মধ্যরাতে ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। এই অসাধারণ অর্জনকে স্বীকৃতি জানাতে দলটিকে সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সংবর্ধনা দেয়ার সময় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ আজ (রোববার) রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সীমাবদ্ধতার কারণেই মধ্যরাতেই অনুষ্ঠানটি আয়োজন করতে হয়েছে। নারী দলটি রোববার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাত দেড়টার দিকে ঢাকায় পৌঁছাবে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি সংবর্ধনার মঞ্চে পৌঁছাবে তারা।
মধ্যরাতে সংবর্ধনা দেয়ার মূল কারণ হচ্ছে, দলের নির্ভরযোগ্য দুই খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানের উদ্দেশে রওনা হবেন। আরও তিনজন খেলোয়াড় দেশ ছাড়বেন দুদিন পরে। তাই পুরো দল একসঙ্গে থাকা অবস্থাতেই সম্মাননা জানাতে এই সময় নির্ধারণ করেছে বাফুফে।
তবে এত রাতে অনুষ্ঠান আয়োজনের কারণে দীর্ঘ ভ্রমণ শেষে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ না থাকায় প্রশ্ন তুলেছেন অনেক ফুটবলপ্রেমী ও বিশ্লেষক। অনেকে বলছেন, এটি শুধু খেলোয়াড়দের জন্য নয়, নিরাপত্তা এবং আয়োজনে যুক্ত অন্য সবার জন্যও অনভিপ্রেত চাপ তৈরি করতে পারে।
এর আগেও নারী দলের সাফ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সেবার রাস্তায় থাকা বিলবোর্ডে মাথায় লেগে চোট পান ঋতুপর্ণা চাকমা। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তার মাথায় তিনটা সেলাই দিতে হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে