হামজাকে দলে পেতে লেস্টার সিটিকে বাফুফের চিঠি
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য নেপাল সফর করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ লক্ষ্যে বুধবার (১৩ আগস্ট) থেকে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে, যদিও প্রথম দিনে মাত্র পাঁচজন খেলোয়াড় উপস্থিত ছিলেন। আগামী দুই-তিন দিনের মধ্যে বাকিরা ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে।
কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কোচ হাভিয়ের ক্যাবরেরা ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, যেখানে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরির নামও রয়েছে। তবে তার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। অন্যদিকে কানাডা-ভিত্তিক খেলোয়াড় শামিত শোমকে দলে রাখা হয়নি। কারণ তার ক্লাব তাকে ছাড়তে রাজি হয়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে হামজাকে দলে পেতে লেস্টার সিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। এ বিষয়ে বুধবার (১৩ আগস্ট) জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের বলেন, ‘হামজা কোচের ২৪ সদস্যের প্রাথমিক তালিকায় আছেন। আমরা লেস্টার সিটিকে চিঠি দিয়েছি এবং তাকে সেপ্টেম্বরের ম্যাচে আনার বিষয়ে আলোচনা চলছে।’
বর্তমানে হামজা লেস্টারের প্রাক-মৌসুম অনুশীলনে রয়েছেন। ক্লাবটি ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগে খেলায় সেপ্টেম্বর মাসে তাদের ম্যাচ নাও থাকতে পারে। যদিও তিনি নিয়মিত একাদশে নেই, গত রাতের ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন এবং একটি দুর্দান্ত গোলও করেছেন। যদিও দলটি জয় পায়নি।
বাফুফে হামজাকে দলে পাওয়ার বিষয়ে আশাবাদী হলেও শামিতকে নিয়ে কোনো আশা নেই। তার ক্লাব ক্যালভারি এফসি ৬ ও ১৪ সেপ্টেম্বর ম্যাচ খেলবে, যা বাংলাদেশের ম্যাচের সময়ের সঙ্গে মিলে গেছে। ফলে বাফুফে তার ক্লাবের সঙ্গে যোগাযোগও করেনি।
আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো সেই প্রস্তুতির অংশ। তবে বুধবার থেকে শুরু হওয়া ক্যাম্পে খেলোয়াড় কম থাকায় কিছু প্রশ্ন উঠেছে। এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেয়া আবাহনীর খেলোয়াড়রা আজ ক্যাম্পে যোগ দেবেন আর আগামীকাল অংশ নেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা।
ম্যানেজার আমের খান বলেন, ‘জামাল ভূঁইয়া একদিন সময় চেয়েছেন। কোচ খেলোয়াড়দের ক্যাম্পে ডেকেছেন, যাতে তারা জিম ও ফিটনেস ট্রেনিং করতে পারে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে