Views Bangladesh Logo

বিতর্কের জেরে বদলে গেল ফুটবল লিগের স্পন্সর, নতুন নাম ইউনাইটেড হেলথ কেয়ার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ঘিরে আবারও দেখা দিয়েছে নাটকীয়তা। প্রিমিয়ার লিগের লোগো ও টাইটেল স্পন্সর ঘোষণাকে কেন্দ্র করে বড় ধরনের বিতর্কের পর বাফুফে বাধ্য হয়েছে স্পন্সরের নাম পরিবর্তন করতে।

তৃতীয় রাউন্ডের আগে হঠাৎ করেই মালয়েশিয়ার জ্বালানি কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেছিল বাফুফে। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পেট্রোনাস তাদের ওয়েবসাইটে জানায়— বাফুফের সঙ্গে তাদের কোনো চুক্তিই হয়নি। এই বিবৃতি প্রকাশিত হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে ফুটবলাঙ্গনে।

পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাফুফে নতুন টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করে। পেট্রোনাসের পরিবর্তে এখন লিগের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো ইউনাইটেড হেলথ কেয়ার।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল পুরো ঘটনার দায় চাপিয়েছেন মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের ওপর। তার দাবি, বাফুফে সরাসরি ইউনাইটেড গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল, যারা বাংলাদেশে পেট্রোনাসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

তাবিথ বলেন,'আমরা যাদের সঙ্গে চুক্তি করেছি, তারাই আমাদের নাম ও লোগো দিয়েছে। যদি তাদের হেডকোয়ার্টার্স অনুমোদন না দিয়ে থাকে, তারা অস্বীকার করতেই পারে।'

জানা গেছে, বাফুফে চুক্তিটি করেছিল ইউনাইটেড গ্রুপের সঙ্গে। তারাই শুরুতে পেট্রোনাসের নাম ও লোগো সরবরাহ করেছিল। কিন্তু পেট্রোনাসের সদর দপ্তর থেকে আপত্তি আসায় এবং বিষয়টি অস্বীকার করায় ইউনাইটেড গ্রুপ তাদেরই আরেকটি প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’কে স্পন্সর হিসেবে যুক্ত করেছে। ফলে একদিনের ব্যবধানে বদলে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ